উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | HS History Suggestion 2024 (Last Minutes)

HS History Suggestion | HS History Last Minutes Suggestion 2024 | HS History Suggestion 2024 | HS 2024 History Suggestion | HS History MCQ Suggestion 2024 | HS History SAQ Suggestion 2024 | Class 12 History Suggestion 2024 | Class 12 History Suggestion 2024 Download | Class 12th History Suggestion 2024 | Higher Secondary History Suggestion 2024 | WB Board HS History Suggestion 2024 | WBCHSE Board Class 12 History Suggestion 2024 | WBCHSE HS History Suggestion 2024 | Class 12 History Final Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2024 | ইতিহাস সাজেশন 2024 উচ্চ মাধ্যমিক

HS History Suggestion 2024

অতীত স্মরণ : HS History Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রচনাধর্মী প্রশ্নোত্তর সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

১. জাদুঘর কাকে বলে ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো ।

অথবা,

মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো।  

২. মিথ ( পুরাকাহিনি ) ও লিজেন্ড ( কিংবদন্তি ) বলতে কী বোঝো ? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? 

৩. আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।

 

উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার : HS History Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রচনাধর্মী প্রশ্নোত্তর সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

১. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিনের তত্ব আলোচনা করো।

২. ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি লেখো।

অথবা,

ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো।

অথবা,

জাতিবৈষম্য বলতে কী বোঝো? ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিবৈষম্যের প্রভাবগুলি লেখো।

৩. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ লেখো।

 

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য : HS History Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রচনাধর্মী প্রশ্নোত্তর সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

১. ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেনো হয়? 

২. ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো।

অথবা,

ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী কী ছিল? ভারতে অবশিল্পায়ন দেশের অর্থনীতিতে কী ফেলেছিল? 

৩. ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো।  

অথবা,

ভারতে কে, কবে রেলপথ স্থাপন করেন? রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্য কী ছিল? 

 

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া : HS History Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রচনাধর্মী প্রশ্নোত্তর সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

১. ঊনবিংশ শতকে বাংলার সমাজজীবনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 

অথবা,

সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 

২. চিনের চৌঠা মে (৪ ঠা) – এর আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো।

৩. ভারতে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। 

 

ঔপনিবেশিক ভারতের শাসন : HS History Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রচনাধর্মী প্রশ্নোত্তর সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

১. 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো

২. জালিয়ানওয়ালা বাগের হত্যাকান্ডের পটভূমি আলোচনা করো। এই ঘটনার গুরুক্ত আলোচনা করো

৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল ? বাংলায় পঞ্চাশের মন্বস্তরের ফলাফল লেখো। 

অথবা,

১৯৪৩ সালে বাংলায় মন্বন্তর – এর কারণ কী ছিল? 

৪. রাওলাট আইনের উদেশ্য কি ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমুহ : HS History Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রচনাধর্মী প্রশ্নোত্তর সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

১. 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কি জানো লেখো

২. 1946 খ্রিস্টাবদের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো

৩. হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

 

ঠাণ্ডা লড়াইয়ের যুগ : HS History Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রচনাধর্মী প্রশ্নোত্তর সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

১. ঠান্ডা লড়াই বলতে কী বোঝো । ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো। 

২. ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? 

৩. জোট নিরপেক্ষ নীতি কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলেনের উদ্দেশ্য আলোচনা করো।

অথবা,

জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো।

৪. সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল?

অথবা,

সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের কী ভূমিকা ছিল? 

 

বি- উপনিবেশিকরণ : HS History Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রচনাধর্মী প্রশ্নোত্তর সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

১. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো

২. সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচন করো। সার্ক-এর উদ্দেশ্য কী ছিল?

অথবা,

সার্ক কিভাবে গঠিত হয়েছিল? এর উদ্দেশ্য আলোচনা করো।        

৩. অব-উপনিবেশীকরণ বলতে কি বোঝ? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো।

 

HS History SAQ Suggestion 2024

উচ্চ মাধ্যমিক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ১)

১. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?

Ans:- সাম্রাজ্যবাদ বলতে একটি শক্তিশালী রাষ্ট্র দ্বারা দুর্বল রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিনাশকে বোঝানো হয়ে থাকে। 

২. উপনিবেশবাদ -এর অর্থ কী? 

Ans:- Colonialism বা উপনিবেশবাদ শব্দের উৎস লাতিন শব্দ Colonia। এর অর্থ হলো বিশাল সম্পত্তি। 

৩. কোন সময়কাল ‘নব সাম্রাজ্যবাদের যুগ’ বলে পরিচিত? 

Ans:- ১৮৭০–১৯১৪ খ্রিঃ মধ্যবর্তী পর্যায় ‘ নব সাম্রাজ্যবাদের যুগ ’ হিসেবে পরিচিত। 

৪. সর্বপ্রথম শিল্পবিপ্লব কোথায় শুরু হয়েছিল?

Ans:- ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়।  

৫. ‘ওয়েল্থ অব নেশন্‌স’ কার লেখা? 

Ans:- অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এর লেখা। 

৬. আমেরিকা ছিল কাদের উপনিবেশ? 

Ans:- আমেরিকা ছিল ব্রিটিশদের উপনিবেশ। 

৭. বাণিজ্যিক পুঁজি কাকে বলে?

Ans:- উৎপাদনের জন্য নয়, কেবলমাত্র ব্যাবসাবাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয় সেটাই বাণিজ্যিক পুঁজি।

৮. আফ্রিকাকে কেন বলা হয় ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’? 

Ans:- উনিশ শতকের মধ্যভাগের আগে পর্যন্ত আফ্রিকার অধিকাংশ অঞ্চলই ইউরোপের মানুষের কাছে অচেনা ও অনাবিষ্কৃত ছিল। তাই আফ্রিকাকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। 

৮. কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়? 

Ans:- জাভা, সুমাত্রা, বালি ও বোর্নিও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়। 

৯. হবসনের মতে কী কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে? 

Ans:- হবসনের মতে , পুঁজিবাদের বণ্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। 

১০. কার নেতৃত্বে , কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? 

Ans:- জার্মান চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে ১৮৮৫ খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়। 

১১. ‘নীলজল নীতি’ কী?

Ans:- পোর্তুগিজ শাসনকর্তা আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি ‘নীলজল নীতি’ নামে পরিচিত।   

১২. মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের কী বলা হতো? এই নীতির অন্যতম সমর্থক কে ছিলেন?

Ans:- ফিজিওক্র্যাটস বলা হতো। এই নীতির অন্যতম সমর্থক হলেন অ্যাডাম স্মিথ। 

১৩. অন্ধকূপ হত্যা ঘটনাটি কী?

Ans:- হলওয়েল নামে এক ইংরেজ কর্মচারী প্রচার করেন যে, পলাশীর যুদ্ধ – এর আগে কলকাতা আক্রমণের পরে ১৭৫৬ খ্রিস্টাব্দের ২০ জুন সিরাজদ্দৌলার নির্দেশে একটি ছোটো ঘরের মধ্যে বহু ইংরেজ সৈন্যকে আটকে রেখেছিলেন, যার মধ্যে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত।

১৪. দস্তক কী?

Ans:- দস্তক কথার অর্থ ছাড়পত্র। মোঘল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে সুযোগ সুবিধা দিয়েছিলেন তাই দস্তক নামে পরিচিত।

১৫. ভারতে কোন আইনের দ্বারা কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ?

Ans:- ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ভারতের কলকাতায় ১৭৭৪ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।

১৬. সূর্যাস্ত আইন কী?

Ans:- চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে জমিদাররা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারের রাজস্ব প্রদান করবে, নাহলে তার জমিদারি বাজেয়াপ্ত হবে। এটিই সূর্যাস্ত আইন নামে পরিচিত।

১৭. কর্ণওয়ালিশ কোড কী?

Ans:- লর্ড কর্ণওয়ালিশ সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা বৃদ্ধি এবং দুর্নীতি মুক্ত করতে শাসন ও বিচার বিভাগীয় ক্ষেত্রে কিছু আইনবিধি সংকলিত করেন, যা কর্ণওয়ালিশ কোড নামে খ্যাত।

১৮. নজরানা পদ্ধতি কী?

Ans:- কোনো বিদেশি দূত বাণিজ্যিক উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ তাকে কিছু উপহার বা ভেট প্রদান করতে হত। একে নজরানা পদ্ধতি বলে।

১৯. কাওতাও প্রথা কী?

Ans:- কোনো বিদেশি দূত বাণিজ্যিক উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ প্রথমে তাকে সম্রাটের সামনে নতজানু হতে হত। এটি চীনে কাওতাও প্রথা নামে পরিচিত।

২০. নানকিং সন্ধির দুটি শর্ত লেখ

Ans:- নানকিং সন্ধির দুটি প্রধান শর্ত হল – (ক) ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো এই পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য মুক্ত করে দেওয়া হয়। (খ) ইংরেজরা হংকং লাভ করবে।

২১. প্রথম বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়?

Ans:- প্রথম বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয় ১৯১৪-১৯১৮ খ্রিস্টাব্দে ।

২২. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?

Ans:- খ্রিস্টান মিশনারি মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড ও উইলিয়াম কেরিকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়।

২৩. তিন আইন কী?

Ans:- ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সরকার ১৮৭২ খ্রিস্টাব্দে তিন আইন পাস করে। এই আইনের দ্বারা বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ন বিবাহ আইনসিদ্ধ হয়।

৪. দিকু কাদের বলা হত?

Ans:- ‘দিকু’ কথার অর্থ বহিরাগত। জমিদার, বণিক, মহাজন, ঠিকাদার, দালাল প্রভৃতি বিভিন্ন স্তরের বহিরাগতদের আদিবাসীরা দিকু বলত।

২৫. চুঁইয়ে পড়া নীতি কী?

Ans:- ব্রিটিশ আমলে শিক্ষাবিদ মেকলে ঘোষণা করেন যে, ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে ক্রমশ তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতিকে চুঁইয়ে পড়া নীতি বলা হয়।

HS History Suggestion 2024

২৬. মেকলে মিনিট কী?

Ans:- বোর্ড অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষার সমর্থনে মত প্রকাশ করে বড়লাট লর্ড বেন্টিংকের কাছে এক প্রস্তাব পেশ করেন (১৮৩৫), যা মেকলে মিনিট নামে পরিচিত।

২৭. কে কবে কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

Ans:- লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

২৮. উডের ডেসপ্যাচ কী?

Ans:- ১৮৫৪ খ্রিস্টাব্দে স্যার চার্লস উড ভারতের শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে সুপারিশগুলি করেছিলেন তা উডের ডেসপ্যাচ নামে খ্যাত।

২৯. ইয়ং বেঙ্গল গোষ্ঠীর দুজন সদস্যের নাম লেখ

Ans:- ইয়ং বেঙ্গল গোষ্ঠীর দুজন সদস্য হল রামতনু লাহিড়ী, রসিক কৃষ্ণ মল্লিক।

৩০. দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলা হয়?

Ans:- দক্ষিণের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পানতুলুকে।

৩১. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে?

Ans:- ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।

৩২. রাওলাট আইন কী?

Ans:- স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে সিডিশন কমিশন ভারতের কেন্দ্রীয় আইনসভায় একটি দমনমূলক বিল পেশ করে এবং ১৯১৯ খ্রিস্টাব্দের ১৮ মার্চ তা আইনে পরিণত হয়। এটিই রাওলাট আইন নামে খ্যাত।

৩৩. সিমলা দৌত্য/সিমলা ডেপুটেশন কী?

Ans:- আগা খানের নেতৃত্বে ৩৫ জনের মুসলিম প্রতিনিধি দল ১৯০৬ খ্রিস্টাব্দের ১ অক্টোবর মুসলিম স্বার্থ রক্ষার দাবি জানিয়ে সিমলায় বড়লাট লর্ড মিন্টোর কাছে একটি স্মারকলিপি জমা দেন। এই ঘটনা সিমলা দৌত্য/সিমলা ডেপুটেশন নামে খ্যাত।

৩৪. মিরাট ষড়যন্ত্র মামলায় তিনজন বিদেশি অভিযুক্তের নাম লেখ

Ans:- মিরাট ষড়যন্ত্র মামলায় তিনজন বিদেশি অভিযুক্তঅভিযুক্ত হলেন ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ফ্রান্সিস ব্রাডলি, লেস্টার হাচিনসন।

৩৫. কবে, কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়?

Ans:- ১৯৩২ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও ড. ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।

HS History SAQ Suggestion 2024

৩৬. কবে, কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?

Ans:- ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।

৩৭. মাহাদ মার্চ কী?

Ans:- অস্পৃশ্যরা সাধারণ জলাশয় থেকে যাতে জল নিতে পারে তার দাবিতে ড. বি. আর. আম্বেদকরের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় (১৯২৭ খ্রিস্টাব্দে) তা মাহাদ মার্চ নামে পরিচিত।

৩৮. আগস্ট প্রস্তাব কী?

Ans:- ১৯৪০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট বড়লাট লর্ড লিনলিথগো ভারতের সম্পদ ব্যবহার করার ও ভারতীয় নেতৃত্বকে খুশি করার জন্য যে প্রস্তাব পেশ করেন তা আগস্ট প্রস্তাব বা লিনলিথগো প্রস্তাব নামে পরিচিত।

৩৯. ক্রিপস প্রস্তাব কী?

Ans:- ১৯৪২ খ্রিস্টাব্দে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতকে স্বায়ত্তশাসন দেওয়ার লক্ষ্যে যে প্রস্তাব পেশ করেন তা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত।

৪০. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?

Ans:- লর্ড মাউন্টব্যাটেন ৩ জুন ১৯৪৭ খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের রাজি করিয়ে ভারত বিভাগের যে পরিকল্পনা করেছিলেন তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত।পরিচিত

৪১. প্রত্যক্ষ সংগ্রাম কী?

Ans:- মহম্মদ আলি জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে ১২ আগস্ট ১৯৪৬ খ্রিস্টাব্দ যে আন্দোলন শুরু করেছিল তা প্রত্যক্ষ সংগ্রাম নামে পরিচিত।

৪২. রশিদ আলি দিবস কী?

Ans:- আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলিকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিলে তার প্রতিবাদে ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি কলকাতায় সাধারণ ধর্মঘট পালিত হয়। এই ঘটনা রশিদ আলি দিবস নামে পরিচিত।

৪৩. ভিয়েতমিন কী?

Ans:- ১৯৪১ খ্রিস্টাব্দে হো-চি-মিন ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের নিয়ে যে বাহিনী গড়ে তুলেছিলেন তা ভিয়েতমিন নামে পরিচিত।

৪৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়?

Ans:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় ১৯৩৯-১৯৪৫ খ্রিস্টাব্দে।

৪৫. পঞ্চশীল নীতি কাকে বলে?

Ans:- শান্তিপূর্ণ সহাবস্থান নীতির ভিত্তিতে চিনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই ১৯৫৪ সালে দ্বিতীয়বার ভারতে এসে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ৫ টি নীতি স্থির করেন। এটাকেই বলা হয় পঞ্চশীল নীতি। 

HS History Suggestion 2024

৪৬. লং মার্চ বলতে কী বোঝো? 

Ans:- ১৯৩৬ সালের ১৬ অক্টোবর, মাও-সে-তুং এবং চু-তের উদ্যোগে কমিউনিস্টদের ঐক্য বৃদ্ধির জন্য কিয়াংসি প্রদেশ থেকে শেনসি পর্যন্ত ৬০০০ মাইল পথ অতিক্রম করার ঘটনা লং মার্চ নামে বিখ্যাত। 

৪৭. কেন মার্শাল পরিকল্পনা গৃহীত হয়েছিল? 

Ans:- এর উদ্দেশ্য ছিল– (ক) রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করা, (খ) ইউরোপের আর্থিক সংকট কাটিয়ে ওঠা,  (গ) মার্কিন বাণিজ্য বৃদ্ধি এবং (ঘ) কমিউনিস্টদের অগ্রগতি প্রতিহত করা। 

৪৮. বুলগানিন কেন বিখ্যাত? 

Ans:- সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগানিন । 

৪৯. সুয়েজ সংকট কেন দেখা যায়? 

Ans:- মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করাকে কেন্দ্র করেই সুয়েজ সংকট দেখা দেয় । 

৫০. ভিয়েত কং বলতে কী বোঝো? 

Ans:- ১৯৬০ খ্রিঃ উভয় ভিয়েতনামে কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হতো ভিয়েত কং। 

৫১. ট্রুম্যান নীতি গৃহীত হয় কেন? 

Ans:- রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী আদর্শের প্রসার রোধে যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ১৯৪৭ সালে ট্রুম্যান নীতি ঘোষণা করেন। 

৫২. কেন্নানের বেষ্টনী নীতি বলতে কী বোঝো?

Ans:- আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন সেটাই কেন্নানের বেষ্টনী নীতি।  

৫৩. লেভারে প্ল্যান বলতে কী বোঝো? 

Ans:- ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ চলাকালীন ভিয়েতমিনদের সমূলে ধ্বংস করার লক্ষ্যে ফরাসি সেনাপতি যে নতুন পরিকল্পনা নেন সেটাকেই বলা হয় নেভারে প্ল্যান । 

৫৪. কারা চিনে কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন?

Ans:- চৌ-এন-লাই, চু-তে, মাও-সে-তুং, লিও-কাও-চি প্রমুখের উদ্যোগে চিনে কমিউনিস্ট পার্টির জন্ম হয়। 

৫৫. ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয়? 

Ans:- এই সম্মেলনের উদ্দেশ্যগুলি ছিল – (ক) যুদ্ধ – পরবর্তী সময়ে জার্মানির ভবিষ্যৎ নির্ণয় করা (খ) পোল্যান্ডকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যা মীমাংসা করা (গ) বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন। 

৫৬. ব্যালফুর ঘোষণাপত্র কী? 

Ans:- ইংরেজ বিদেশ সচিব আর্থার ব্যালফু প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ঘোষণাপত্র জারি করেন। এতে বলা হয়, প্যালেস্টাইনে ইহুদিদের জন্য জাতীয় বাসভূমি গড়ে তোলায় সচেষ্ট হবে ব্রিটিশ সরকার। 

৫৭. কমিকন কীভাবে গড়ে ওঠে?

Ans:- মার্শাল পরিকল্পনার পাল্টা হিসেবে ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন কমিকন ( Council for Mutual Economic Assistance বা COMECON ) নামে একটি আর্থিক সহায়তা পরিষদ গড়ে তোলে। 

৫৮. জোটনিরপেক্ষ নীতি বলতে কী বোঝো? 

Ans:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন জোট এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নীতিকেই বলা হয় জোটনিরপেক্ষ নীতি। 

৫৯. বার্লিন অবরোধ বলতে কী বোঝো? 

Ans:- বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ১৯৪৮ – এর ২৪ জুলাই মাসে বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে। এটাই বার্লিন অবরোধ নামে বিখ্যাত।  

৬০. ভিয়েতনামের যুদ্ধ বলতে কী বোঝো ? 

Ans:- ইন্দোচিনে হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামবাসীর দীর্ঘ লড়াই (১৯৪৫–১৯৭৫ খ্রিঃ) ভিয়েতনামের যুদ্ধ বলে পরিচিত।

 

HS History MCQ Suggestion 2024

উচ্চ মাধ্যমিক MCQ প্রশ্নোত্তর সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ১)

১. ‘সব ইতিহাসই সমকালীন ইতিহাস’ উক্তিটি করেছেন –

Ans:- ক্রোচে

২. হাজার দুয়ারী জাদুঘর হল –

Ans:- ঐতিহাসিক জাদুঘর                                                                   

৩. লুভর মিউজিয়াম অবস্থিত –

Ans:- প্যারিসে।

৪. ‘মিথ’ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি –

Ans:- গ্রিক শব্দ

৫. ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন –

Ans:- রমেশচন্দ্র মজুমদার ।

৬. ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় –

Ans:- ১৭৫৩ খ্রিস্টাব্দে 

৭. পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭৫৭ সালের-

Ans:- ২৩ জুন

৮. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ (১৮০০) প্রতিষ্ঠা করেন –

Ans:- লর্ড ওয়েলেসলি।

৯. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় –

Ans:- ১৭৯৩ খ্রিস্টাব্দে

১০. বন্দীবাসের যুদ্ধ হয় –

Ans:- ১৭৬০ খ্রিস্টাব্দে

১১. বিদরার যুদ্ধে (১৭৫৯) ইংরেজরা পরাজিত করে –

Ans:- ফরাসিদের

১২. কোম্পানি দেওয়ানি লাভ করে –

Ans:- ১৭৬৫ খ্রিস্টাব্দে

১৩. দ্বৈত শাসন প্রবর্তিত হয় –

Ans:- ১৭৬৫ খ্রিস্টাব্দে

১৪. ১৭৭২ খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান –

Ans:- ওয়ারেন হেস্টিংস

১৫. সলবাই – এর সন্ধি স্বাক্ষরিত হয় –

Ans:- ১৭৮২ খ্রিস্টাব্দে

১৬. ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় –

Ans:- ১৭৮৪ খ্রিস্টাব্দে

৭. বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় –

Ans:- ১৮০২ খ্রিস্টাব্দে

৮. আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ১৭৫৭ খ্রিস্টাব্দের –

Ans:- ৯ ফেব্রুয়ারি

১৯. বাংলাভাষায় প্রথম সংবাদপত্র হল –

Ans:- সমাচার দর্পণ

০. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় –

Ans:- ১৮২৯ খ্রিস্টাব্দে। 

২১. বিধবা বিবাহ আইন পাস হয় –

Ans:- ১৮৫৭ খ্রিস্টাব্দে

২২. জ্যোতিবা ফুলে রচিত গ্ৰন্থটি হল –

Ans:- গুলামগিরি

২৩. কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় –

Ans:-  ১৮৫৭ খ্রিস্টাব্দে

২৪. কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় –

Ans:- ১৮৩৫ খ্রিস্টাব্দে 

২৫. ১৭৮১ খ্রিস্টাব্দে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন –

Ans:- ওয়ারেন হেস্টিংস

HS History MCQ Suggestion 2024

২৬. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

Ans:- ১৮১৭ খ্রিস্টাব্দে

২৭. ‘সত্যার্থ প্রকাশ’ ও ‘বেদভাষা’ গ্রন্থের রচয়িতা –

Ans:- স্বামী দয়ানন্দ সরস্বতী

২৮. সত্যশোধক সমাজ (১৮৭৩) প্রতিষ্ঠা করেন –

Ans:- জ্যোতিবা ফুলে।  

২৯. ভাইকম সত্যাগ্রহ -র অন্যতম প্রধান নেতা ছিলেন –

Ans:- নারায়ণ গুরু

৩০. ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ বলা হয় –

Ans:- বীরসালিঙ্গম পানতুলুকে

৩১. রাওলাট আইন প্রবর্তিত হয় –

Ans:- ১৯১৯ খ্রিস্টাব্দে

৩২. রাওলাট কমিশনের অপর নাম –

Ans:-  সিডিশন কমিশন। 

৩৩. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিনটি হল ১৯১৯ খ্রিস্টাব্দের –

Ans:-  ১৩ এপ্রিল

৩৪. ‘নবান্ন’ নাটক রচনা করেন –

Ans:- বিজন ভট্টাচার্য  

৩৫. মিরাট ষড়যন্ত্র মামলায় (১৯২৯) অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ছিলেন –

Ans:- ফিলিপ স্প্র্যাট

৩৬. ভারতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন –

Ans:-  জন লরেন্স।

৩৭. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় –

Ans:- ১৯০৬ খ্রিস্টাব্দে

৩৮. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি (১৯৩২) ঘোষণা করেছিলেন –

Ans:-  র‍্যামসে ম্যাকডোনাল্ড

৩৯. কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন –

Ans:-  ড. আম্বেদকর

৪০. কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ?

Ans:- হায়দ্রাবাদের নিজাম

৪১. অশনি সংকেত’ উপন্যাসের রচয়িতা –

Ans:- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৪২. গান্ধিজি ‘ফেল-পড়া ব্যাঙ্কের ওপর আগামী তারিখের চেক’ বলে মন্তব্য করেন –

Ans:- আগস্ট প্রস্তাবকে

৪৩. কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্ৰহণ করে ১৯৪২ খ্রিস্টাব্দের –

Ans:- ১৪ জুলাই

৪৪. সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন –

Ans:- ১৯৪১ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি

৪৫. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম দখল করে ভারতের –

Ans:- কোহিমা শহর

৪৬. রশিদ আলি দিবস পালিত হয় –

Ans:- ১২ ফেব্রুয়ারি

৪৭. ‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে’ গানটি রচনা করেন –

Ans:-  সুকান্ত ভট্টাচার্য

৪৮. নৌবিদ্রোহ (১৯৪৬) প্রথম শুরু হয় –

Ans:- তলোয়ার জাহাজে

৪৯. ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয় –

Ans:- ১৯৪৫ খ্রিস্টাব্দে

৫০. ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ শ্লোগান তুলেছিল –

Ans:- জাপান

HS History MCQ Suggestion 2024

৫১. লিনলিথগো প্রস্তাব ঘোষিত হয় ১৯৪০ খ্রিস্টাব্দের –

Ans:-  ৮ আগস্ট

৫২. মহাত্মা গান্ধী প্রবর্তিত ‘হরিজন’ শব্দের অর্থ কি?

Ans:- ঈশ্বরের সন্তান

৫৩. ভারতে প্রথম বিভাজন ও শাসন নীতি কে কার্যকরী করেন?

Ans:- স্যার জন লরেন্স

৫৪. ডঃ বি আর আম্বেদকর কোন সম্প্রদায় জন্মগ্রহণ করেন?

Ans:- মাহার সম্প্রদায়

৫৫. মিরাট ষড়যন্ত্র মামলায় কয়েকজন অভিযুক্তর নাম লেখ?

Ans:- মুজাফফর আহমেদ, এস. এ.ডাঙ্গে, বেঞ্জামিন ব্রাডলি, ফিলিপ স্প্রাট প্রমূখ

৫৬. প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে দিয়েছিলেন?

Ans:- মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নাহ

৫৭. ব্রিটিশ সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে কে মধ্যস্থতা করেন?

Ans:- সর্দার বল্লভ ভাই প্যাটেল

৫৮. কবে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়?

Ans:- 1949 খ্রিস্টাব্দে

৫৯. কার নেতৃত্বে চীনের লং মার্চ সংঘটিত হয়েছিল?

Ans:- মাও সে-তুং

৬০. মাই লাই ঘটনা কোথায় ঘটেছিল?

Ans:- ভিয়েতনাম

৬১. সুয়েজ খাল কে জাতীয়করণ করেন?

Ans:- গামাল আবদেল নাসের

৬২. প্রথম উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

Ans:- আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইরাক

৬৩. অব উপনিবেশীকরন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

Ans:- মরিৎস জুলিয়াস বন

৬৪. আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

Ans:- আহমেদ বেন বেল্লা

৬৫. বাংলাদেশে কবে বিজয় দিবস পালিত হয়?

Ans:- 16ই ডিসেম্বর

৬৬. ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা কে করেন?

Ans:- মনমোহন সিং

৬৭. ছোটনাগপুর অঞ্চলে বসবাসকারী দুটি উপজাতি সম্প্রদায়ের নাম লেখ

Ans:- কোল ও মুন্ডা

৬৮. আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

Ans:- 1757 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজদৌলার মধ্যে

৬৯. কিম ইল সুং কে ছিলেন?

Ans:- উত্তর কোরিয়ার প্রথম রাষ্ট্রপতি

৭০. মুজিবুর রহমান কোন দলের সদস্য ছিলেন?

Ans:- আওয়ামী লীগ

৭১. “ইতিহাস হল বিজ্ঞান, এর বেশিও না কমও নয়” উক্তিটি কার?

Ans:- বিউড়ি

৭২. “হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া” গ্রন্থটি কে রচনা করেন?

Ans:- জেমস মিল

৭৩. পর্তুগিজরা কোন জিনিসকে ব্ল্যাক গোল্ড বলতো?

Ans:- গোলমরিচ

৭৪. আফ্রিকাতে কারা প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন?

Ans:- পর্তুগিজরা

৭৫. বাংলার শেষ সার্বভৌম স্বাধীন নবাব কে ছিলেন?

Ans:- সিরাজউদ্দৌলা

৭৬. হায়দ্রাবাদে কে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন?

Ans:- নিজাম উল মুলক

৭৭. আমিনী কমিশন কে কবে গঠন করেন?

Ans:- 1776 খ্রিস্টাব্দে, ওয়ারেন হেস্টিংস

৭৮. রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন?

Ans:- মোগল সম্রাট দ্বিতীয় আকবর

৭৯. ভারতের প্রথম ট্রেড ইউনিয়নের নাম কি?

Ans:- মাদ্রাজ লেবার ইউনিয়ন

৮০. ‘দলিত’ শব্দের অর্থ কি?

Ans:- নির্যাতিত সম্প্রদায়

 

HS History MCQ Suggestion 2024

উচ্চ মাধ্যমিক স্তম্ভ মেলাও সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ১)

১. স্তম্ভ মেলাও

(i) ইতিহাসমালা – (a) বিয়ারলেইন

(ii) জীবনের জলসাঘরে – (b) উইলিয়াম কেরি

(iii) প্যারালাল মিথ্স – (c) গ্রিম ভ্রাতৃদ্বয়

(iv) দ্য ফ্রগ প্রিন্স – (d) মান্না দে

Ans:- (গ) i-b, ii-d, iii-a, iv-c

২. স্তম্ভ মেলাও

(i) কালিদাস – (a) গ্রিক পুরাণ

(ii) জিউস – (b) রোমান পুরাণ

(iii) রোমিউলাস – (c) ব্রিটিশ কিংবদন্তি

(iv) রবিন হুড – (d) হিন্দু পুরাণ

Ans:- (ক) i-d, ii-a, iii-b, iv-c 

৩. স্তম্ভ মেলাও

(i) ফারুকশিয়ারের ফরমান – (a) ১৭১৭ খ্রিস্টাব্দ

(ii) পিটের ভারত শাসন আইন – (b) ১৭১৭ খ্রিস্টাব্দ

(iii) রেগুলেটিং অ্যাক্ট – (c) ১৮৫৩ খ্রিস্টাব্দ

(iv) রেলপথ স্থাপন – (d) ১৭৮৪ খ্রিস্টাব্দ

Ans:- (গ) i-b, ii-d, iii-a, iv-c

৪. স্তম্ভ মেলাও

(i) ভারতের প্রথম গভর্নর জেনারেল – (a) জামশেদজি টাটা

(ii) সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি – (b) স্যার এলিজা ইম্পে

(iii) ভারতের প্রথম ভাইসরয় – (c) ওয়ারেন হেস্টিংস

(iv) টিসকো – (d) লর্ড ক্যানিং

Ans:- (ক) i-c, ii-b, iii-d, iv-a 

৫.  স্তম্ভ মেলাও

(i) চুঁইয়ে পড়া নীতি – (a) আলেকজান্ডার ডাফ

(ii) ভারতীয় নবজাগরণের অগ্ৰদূত – (b) কোলব্রুক

(iii) প্রাচ্যবাদী – (c) রামমোহন রায়

(iv) পাশ্চাত্যবাদী – (d) মেকলে

Ans:- (খ) i-d, ii-c, iii-b, iv-a

HS History SAQ Suggestion 2024

৬. স্তম্ভ মেলাও

(i) স্কুল বুক সোসাইটি – (a) উইলিয়াম জোন্স

(ii) এশিয়াটিক সোসাইটি – (b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(iii) ফোর্ট উইলিয়াম কলেজ – (c) ডেভিড হেয়ার

(iv) মেট্রোপলিটন ইন্সটিটিউশন – (d) লর্ড ওয়েলেসলি

Ans:- (ক) i-c, ii-a, iii-d, iv-b

৭. স্তম্ভ মেলাও

(i) মর্লে-মিন্টো সংস্কার আইন – (a) ১৯১৯ খ্রিস্টাব্দ

(ii) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন – (b) ১৯০৯ খ্রিস্টাব্দ

(iii) লক্ষ্মৌ চুক্তি – (c) ১৯২৯ খ্রিস্টাব্দ

(iv) মিরাট ষড়যন্ত্র মামলা – (d) ১৯১৬ খ্রিস্টাব্দ

Ans:- (খ) i-b, ii-a, iii-d, iv-c

৮. স্তম্ভ মেলাও

(i) ‘নাইট’ উপাধি ত্যাগ – (a) মহাত্মা গান্ধি

(ii) ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি ত্যাগ – (b) মাইকেল ডায়ার

(iii) চৌদ্দ দফা দাবি – (c) রবীন্দ্রনাথ ঠাকুর

(iv) টিসকো – (d) মহম্মদ আলি জিন্নাহ

Ans:- (ক) i-c, ii-a, iii-b, iv-d

৯. স্তম্ভ মেলাও

(i) মন্ত্রী মিশন – (a) ১৯৪৩ খ্রিস্টাব্দ

(ii) সি. আর. ফর্মুলা – (b) ১৯৪৬ খ্রিস্টাব্দ

(iii) আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা – (c) ১৯৪২ খ্রিস্টাব্দ

(iv) ক্রিপস মিশন – (d) ১৯৪৪ খ্রিস্টাব্দ

Ans:- (ক) i-c, ii-b, iii-d, iv-a

১০. স্তম্ভ মেলাও

(i) তাম্রলিপ্ত জাতীয় সরকার – (a) মাতঙ্গিনী হাজারা

(ii) পুলিশের গুলিতে নিহত – (b) বল্লভভাই প্যাটেল

(iii) আজাদ হিন্দ ফৌজ – (c) রাসবিহারী বসু

(iv) সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা – (d) সতীশচন্দ্র সামন্ত

Ans:- (ক) i-d, ii-a, iii-c, iv-b 

HS History Suggestion | HS History Last Minutes Suggestion 2024 | HS History Suggestion 2024 | HS 2024 History Suggestion | HS History MCQ Suggestion 2024 | HS History SAQ Suggestion 2024 | Class 12 History Suggestion 2024 | Class 12 History Suggestion 2024 Download | Class 12th History Suggestion 2024 | Higher Secondary History Suggestion 2024 | WB Board HS History Suggestion 2024 | WBCHSE Board Class 12 History Suggestion 2024 | WBCHSE HS History Suggestion 2024 | Class 12 History Final Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2024 | ইতিহাস সাজেশন 2024 উচ্চ মাধ্যমিক

HS All Subjects Suggestion 2024 | Class 12 All Subjects Suggestion 2024

Subjects NameDownload Links
HS Bengali Suggestion 2024Click Here
HS English Suggestion 2024Click Here
HS History Suggestion 2024Click Here
HS Geography Suggestion 2024Click Here
HS Political Science Suggestion 2024Click Here

HS History Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024

উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা 2024 (Higher Secondary 2024 / WB Higher Secondary 2024 / HS Exam 2024 / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE Higher Secondary Exam 2024 / WBCHSE Class 12th / Class XII / Higher Secondary Pariksha 2024 ) বিভিন্ন বিদ্যালয়য়ের টেস্ট পরীক্ষার আসা প্রশ্নপত্রের দিকে নজর রেখে ChhatroSathi Team এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা সাজেশন (HS History Suggestion / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE History Suggestion / Class 12th History Suggestion 2024 / Class XII History Suggestion / HS Exam History Suggestion / History HS Exam Guide / MCQ, Short, Descriptive Type Question and Answer / HS History Suggestion 2024 FREE PDF Download) প্রদান করা হল। আমাদের প্রয়াস উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা 2024 / দ্বাদশ শ্রেণী ইতিহাস পরীক্ষা 2024 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ / পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ / দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশন ২০২৪ (HS History Suggestion 2024 / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE History Suggestion 2024 / HS Class 12th History Suggestion 2024 / Class XII History Suggestion 2024 / HS Exam History Suggestion 2024 / HS History Exam Guide 2024 / HS History MCQ, Short, Descriptive Type Question and Answer 2024 / HS History Suggestion 2024 FREE PDF Download) সকল ছাত্রছাত্রী সফল হবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *