উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 | HS Political Science Suggestion 2024 (Last Minutes)

HS Political Science Suggestion | HS Political Science Last Minutes Suggestion 2024 | HS Political Science Suggestion 2024 | HS Political Science MCQ Suggestion 2024 | HS Political Science SAQ Suggestion 2024 | HS 2024 Political Science Suggestion | Class 12 Political Science Suggestion 2024 | Class 12 Political Science Suggestion 2024 Download | Class 12th Political Science Suggestion 2024 | Higher Secondary Political Science Suggestion 2024 | WB Board HS Political Science Suggestion 2024 | WBCHSE Board Class 12 Political Science Suggestion 2024 | WBCHSE HS Political Science Suggestion 2024 | Class 12 Political Science Final Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 | দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 | রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 উচ্চ মাধ্যমিক | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান SAQ, MCQ সাজেশন 2024

HS Political Science Suggestion 2024

আন্তর্জাতিক সম্পর্ক : HS Political Science Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

1. আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো।

অথবা,

আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝে। আন্তজাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা করো।

2. বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো।

অথবা,

বিশ্বায়ন কী । বিশ্বায়নের প্রকৃতি এবং প্রভাব বা ফলফল আলোচনা করো। 

 

কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ : HS Political Science Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

1. গান্ধীজীর রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো।

অথবা,

গান্ধীজীর সত্যাগ্রহ সম্পর্কিত ধারনাটি আলোচনা করো।

অথবা,

গান্ধীজীর চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

2. রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্কসীয় তত্ত সমালোচনা সহ আলোচনা করো।

অথবা,

কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্ব টি সমালোচনা সহ আলোচনা করো।

অথবা,

মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো।

 

সরকারের বিভিন্ন বিভাগ : HS Political Science Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

1. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো।

2. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

 

ভারতের শাসন বিভাগ : HS Political Science Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

1. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

অথবা,

ভারতের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সাংবিধানিক ভুমিকা ব্যাখ্যা করো।

2. অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।

অথবা,

পশ্চিমবঙ্গের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।

 

ভারতের আইন বিভাগ : HS Political Science Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

1. ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো ।

অথবা,

অর্থবিল কাকে বলে? ভারতের সংসদে অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো।

2. লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর

3. ভারতের সংসদের লোকসভা ও রাজ্যসভার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো।

 অথবা,

ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো।

অথবা,

পার্লামেন্টের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো।

 

ভারতের বিচার বিভাগ : HS Political Science Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৮)

1. অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো।

2.ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে? ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো।

3. ভারতের লোক আদালতের গঠন, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো।

 

HS Political Science SAQ Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ১)

  1. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?

Ans:- ১৯১৪ সালের ২৮ জুলাই।

  1. প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?

Ans:- ১৯১৯ সালের ২৮ জুন

  1. NAM-এর একটি নীতি উল্লেখ করো?

Ans:- NAM-এর একটি গুরত্বপূর্ণ নীতি হলো মৌলিক মানবিক অধিকার ও জাতিপুঞ্জের সনদে বর্ণিত উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি মর্যাদা দেওয়া।

  1. জোটনিরপেক্ষ আন্দোলনের দু’জন মুখ্য প্রবক্তার নাম লেখো?

Ans:- জোটনিরপেক্ষ আন্দোলনের দু’জন মুখ্য প্রবক্তার নাম হলো—ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ও যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো।

  1. বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্য কত?

Ans:- ১২০টি দেশ।

  1. ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

Ans:- ১৯৪৯ সালের ৪ এপ্রিল।

  1. ওয়ারশ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

Ans:- ১৯৫৫ সালের ১৪ মে।

  1. কমিনফর্ম’ গঠনের উদ্দেশ্য কী ছিল?

Ans:- বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা।

  1. ‘কোমেকন’ কী জন্য গড়ে উঠেছিল?

Ans:- সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে ‘কোমেকন’ গঠিত হয়।

  1. ওয়ারশ জোটের সচিবালয় কোথায় ছিল?

Ans:- মস্কোতে।

  1. ভারত ও চিনের মধ্যে পএশীল চকি কৰে অনষ্ঠিত হয়?

Ans:- ১৯৫৪ সাল।

  1. জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?

Ans:- কায়রো ।

  1. জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়?

Ans:- ১৯৫৯ সাল।

  1. কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াই-এর অবসানের কথা ঘোষিত হয়?

Ans:- ১৯৯০ সালের ২ জুন।

15.জর্জ মার্শাল কে ছিলেন?

Ans:- মার্কিন পররাষ্ট্র সচিৰ।

  1. কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

Ans:- ফিদেল কাস্ত্রো।

  1. দেতাঁত কী?

Ans:- উওর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাঁত বলে।

  1. কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল?

Ans:- সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল।

  1. ‘মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল?

Ans:- ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন

  1. ‘অক্ষশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল?

Ans:- জার্মানি, ইতালি, জাপান ও স্পেন।

HS Political Science SAQ Suggestion 2024

  1. মিত্রশক্তি’-র মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল?

Ans:- সোভিয়েত ইউনিয়ন।

  1. ফ্রিডম্যান-এর মতে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়?

Ans:- ঠান্ডা লড়াই হলো গরম শান্তি।

  1. সুয়েজ সংকট কবে দেখা দেয়?

Ans:- ১৯৫৬ খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়।

  1. কিউবার সংকট কবে দেখা দেয়?

Ans:- ১৯৫৯ খ্রিস্টাব্দে কিউবায় সংকট দেখা দেয়।

  1. চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন?

Ans:- চার্চিল ১৯৪৬ সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন।

  1. NAM-এর পুরো কথাটি কী?

Ans:- NAM-এর পুরো কথাটি হলো Non-Aligned Movement।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী?

Ans:- NATO।

  1. ট্রম্যান নীতি কবে ঘোষিত হয়?

Ans:- ১৯৪৭ খ্রিস্টাব্দে টুম্যান নীতি ঘোষিত হয়।

  1. বর্তমানে বিশ্ব-রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে?

Ans:- বর্তমানে বিশ্ব-রাজনীতি একমেরুকরণের দিকে চলছে।

  1. রাষ্ট্রপতি ট্রম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন?

Ans:- জর্জ সি. মার্শাল ছিলেন টুম্যানের পররাষ্ট্র সচিব।

  1. কোন বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়?

Ans:- তৃতীয় বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়।

  1. জোটনিরপেক্ষতার মূল উৎস কী?

Ans:- ১৯৫৪ খ্রিস্টাব্দের পঞশীল নীতি হলো জোটনিরপেক্ষতার মূল উৎস।

  1. কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে?

Ans:- ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।

  1. চিন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ কোন বছর লাভ করে?

Ans:- ১৯৭১ সালে।

  1. পেরেটস্ত্রোইকা’ ও গ্লাসনোস্ত’ নীতি দু’টির উদগাতা কে ছিলেন?

Ans:- প্রাক্তন সোভিয়েত রান মিখাইল গর্বাচেভ।

  1. বান্দুং সম্মেলনে ক’টি দেশ যোগদান করেছিল?

Ans:- ২৯টি দেশ।

  1. বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত?

Ans:- বান্দুং’এর দশটি নীতি।

  1. ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?

Ans:- ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ হলো জোটনিরপেক্ষতার নীতি।

  1. যেকোনো একটি পঞশীল নীতি উল্লেখ করো

Ans:- পঞশীল নীতির অন্যতম হলো শান্তিপূর্ণ সহাবস্থান।

HS Political Science SAQ Suggestion 2024

  1. ‘পেরেস্ত্রোইকা’ বলতে কী বোঝায়?

Ans:- ‘পেরেস্ত্রোইকা’ বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কারসাধনকে বোঝায় ৷ 

  1. ‘গ্লাসনস্ত’ বলতে কী বোঝো?

Ans:- ‘গ্লাসনস্ত’ বলতে ‘মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা’-কে বোঝায়। 

  1. “BRICS” কী?

Ans:- “BRICS” হলো রাশিয়া, ভারত, ব্রাজিল, চিন, এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে 2006 খ্রিস্টাব্দে গঠিত নৈতিক সহযোগিতা সংস্থা।

  1. G-77 কী?

Ans:- G-77 হলো UNO দ্বারা গঠিত 77টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি বাণিজ্য উন্নয়নকারী সংস্থা। এটি 1954 সালের 15 জুন গঠিত হয়।

  1. ‘সিমলা চুক্তি’ কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়?

Ans:- ভারত ও পাকিস্তান।

  1. বিদেশনীতি কাকে বলে?

Ans:- আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যে কাজগুলি করে তার সমষ্টি হলো বিদেশনীতি।

  1. বিদেশনীতির প্রধান উদ্দেশ্য কী?

Ans:- কোন বিদেশনীতির প্রধান উদ্দেশ্য রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করা।

  1. ‘কমনওয়েলথ’ কী?

Ans:- কমনওয়েলথ হলো স্বাধীন রাষ্ট্রগুলির এক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান।

  1. GATT কী? অথবা, গ্যাট-এর পুরো নাম কী?

Ans:- জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড (GATT)।

  1. সার্ক (SAARC) -এর পুরো নাম কী?

Ans:- সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন।

  1. সার্কের একটি টেকনিক্যাল কমিটির নাম লেখো?

Ans:- কর্মসূচি রূপায়ণ সম্পর্কিত কমিটি।

  1. বিদেশনীতির অভ্যন্তরীণ উপাদানগুলি কী?

Ans:- ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, জাতীয় ঐতিহ্য, জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধ, রাজনৈতিক নেতৃত্ব, জনমত প্রভৃতি।

  1. বিদেশনীতির বাহ্যিক উপাদানগুলি কী?

Ans:- বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব জনমত, প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া-প্রতিক্রিয়া।

  1. সার্কের সনদে মোট ধারার সংখ্যা কত?

Ans:- মোট ধারার সংখ্যা ১০ টি।

  1. সার্কের একটি দুর্বলতা চিহ্নিত করো

Ans:- সদস্য রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিবাদ।

  1. ভিয়েতনাম যুদ্ধে মার্কিন আগ্রাসনে ভারতের ভূমিকা কী ছিল?

Ans:- ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে ভারত মেনে নেয়নি।

  1. আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম উল্লেখ করো

Ans:- সুইজারল্যান্ড।

  1. SAFTA (সাফটা) বলতে কী বোঝো?

Ans:- ‘SAFTA’ হলো সার্কভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটি উদ্যোগ।

  1. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

Ans:- সার্কের প্রথম শীর্ষ সম্মেলন বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়।

  1. পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও?

Ans:- একটি রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক যে নীতির মাধ্যমে পরিচালিত হয় তাকে পররাষ্ট্রনীতি বলে।

HS Political Science SAQ Suggestion 2024

  1. সার্কের যেকোনো চারটি সদস্য রাষ্ট্রের নাম লেখো

Ans:- ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল।

  1. ‘সার্ক’-এর কবে উদ্ভব হয়? অথবা, কবে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল?

Ans:- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।

  1. সার্কের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো

Ans:- সার্কের একটি সীমাবদ্ধতা হলো দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলির সম্মিলিত প্রয়াস গ্রহণের অভাব।

  1. সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো

Ans:- সার্কের একটি উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ সাধন ও জীবনযাপনের মান উন্নয়ন।

  1. ভারতের পরমাণু নীতির মূলকথা কী?

Ans:- ভারতের পরমাণু নীতির মূল কথা হলো প্রথম আঘাত নয়।

  1. সার্কের একটি নীতি উল্লেখ করো

Ans:- এই ধরনের সহযোগিতা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সহযোগিতার বিকল্প নয়, তার অনুপূরক।

  1. ভারতের বিদেশনীতির মূল উপাদান কী?

Ans:- ভারতের বিদেশনীতির মূল উপাদান হলো জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা।

  1. কে প্রথম ‘সার্ক’ গঠনের প্রস্তাব দেন?

Ans:- বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হোসেইন মুহম্মদ এরশাদ সার্ক’ গঠনের প্রস্তাব দেন।

  1. প্রকৃত অর্থে জোটনিরপেক্ষতা বলতে কী বোঝায়?

Ans:- জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণকে জোটনিরপেক্ষতা বলে।

  1. ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য কী?

Ans:- বিশ্বশান্তি প্রতিষ্ঠা।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত?

Ans:- সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় আমেরিকার নিউইয়র্ক শহরে অবস্থিত।

  1. আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত?

Ans:- 15 জন।

  1. সাধারণ সভার লাগিন অধিবেশন কবে বসে?

Ans:- প্রতি বছর শেষের মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে।

  1. সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হন?

Ans:- সাধারণ সভার অধিবেশনে একজন সভাপতি এবং ২১ জন সহ-সভাপতি নির্বাচিত হন।

  1. WHO – এর পুরো নাম কী?

Ans:- ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।

  1. IMF – এর পুরো নাম কী?

Ans:- ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড।

  1. আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর কার্যালয় কোথায় অবস্থিত?

Ans:- মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

  1. ইউনেস্কো (UNESCO) কীভাবে গঠিত?

Ans:- একটি সাধারণ সম্মেলন, একটি পরিচালক পরিষদ ও একটি কর্মদপ্তর নিয়ে গঠিত।

  1. বর্তমানে নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্যরাষ্ট্র কারা?

Ans:- ২০১৩ সালের পরিসংখ্যান অনুযায়ী নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী রাষ্ট্র হলো: আজারবাইজান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, গুয়াতেমালা, রিপাবলিক অব কোরিয়া, মরক্কো, পাকিস্তান, লুক্সেমবর্গ, রোয়ান্ডা, টোগো।

  1. জাতিপুঞ্জের সনদ কীভাবে সংশোধন করা হয়?

Ans:- নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াশের ভোটে জাতিপুঞ্জের সনদ সংশোধিত এবং কার্যকরী হয়।

HS Political Science SAQ Suggestion 2024

  1. নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো

Ans:- ভেটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা।

  1. ‘শান্তির জন্য ঐক্য’-র প্রস্তাবের অর্থ কী?

Ans:- ‘শান্তির জন্য ঐক্য’ প্রস্তাব ১৯৫০ সালে জাতিপুঞ্জের গৃহীত একটি প্রস্তাব। এই প্রস্তাবে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে সাধারণ সভাকে ক্ষমতা দেওয়া হয়েছে।

  1. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নির্বাচিত হন?

Ans:- নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথকভাবে অনুষ্ঠিত ভোটে যে প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট পান তারা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নির্বাচিত হন।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের যেকোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো

Ans:- সম্মিলিত জাতিপুরে মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রশাসন এবং বিভিন্ন শাখা সংগঠনের কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা।

  1. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কী?

Ans:- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দেওয়া ভেটো ক্ষমতার অর্থ হলো পদ্ধতিগত বিষয় ব্যতীত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে তাদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার রয়েছে।

  1. সাধারণ সভা কীভাবে গঠিত হয়?

Ans:- সম্মিলিত জাতিপুঞ্জের সব সদস্যরাষ্ট্র নিয়ে সাধারণ সভা গঠিত হয়। বর্তমানে এর সদস্যসংখ্যা হলো ১৯৩।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কি সনদের মূল অংশ?

Ans:- সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা সনদের মূল অংশ নয়।

  1. নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্রের নাম কী?

Ans:- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, গণসাধারণতন্ত্রী চিন, গ্রেট ব্রিটেন ও ফ্রান্স হলো নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র।

  1. নিরাপত্তা পরিষদ কীভাবে গঠিত হয়?

Ans:- UNO-র নিরাপত্তা পরিষদ স্থায়ী ৫টি সদস্যরাষ্ট্র এবং অস্থায়ী ১০টি সদস্যরাষ্ট্র অর্থাৎ মোট ১৫টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত।

  1. আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি ক’টি ভাগে বিভক্ত?

Ans:- আন্তর্জাতিক বিচারালয়ের (ICI) এলাকাগুলি তিন ভাগে বিভক্ত। যথা ১. স্বেচ্ছাধীন এলাকা, ২, আধা-আবশ্যিক এলাকা এবং ৩, পরামর্শদানমূলক এলাকা।

  1. সম্মিলিত জাতিপুরে যেকোনো একটি এজেন্সির নাম লেখো

Ans:- সম্মিলিত জাতিপুঞ্জের একটি এজেন্সি হলো – আন্তর্জাতিক শ্রমসংস্থা (ILO)।

  1. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?

Ans:- আন্তর্জাতিক বিচারালয় জার্মানির হেগ শহরে অবস্থিত।

  1. জাতিপুঞ্জের সনদ সংশোধন কীভাবে হয়?

Ans:- সনদের ১০৮ নং ধারা অনুযায়ী সংশোধনী প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যরাষ্ট্র সহ সাধারণ সভার দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্র কর্তৃক অনুমোদিত হলে গৃহীত হয়।

  1. মস্কো ঘোষণা কী?

Ans:- মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, ফরমোজা এবং চিনের পররাষ্ট্র মন্ত্রীরা মস্কোতে মিলিত হয়ে যে ঘোষণার দ্বারা জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য একটি যুগ্ম ইস্তেহার প্রকাশ করেন তাকে মস্কো ঘোষণা বলে।

  1. তেহরান ঘোষণা কী?

Ans:- রুজভেল্ট, স্তালিন ও চার্চিল তেহরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করেন, তা-ই হলো তেহরান ঘোষণা।

  1. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো

Ans:- অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম বিশ্ববাণিজ্য সংস্থা।

  1. সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্যরাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো

Ans:- সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল ৫৯।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে?

Ans:- সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী?

Ans:- জাতিসংঘ বা লিগ অব নেশনস।

  1. অতলান্তিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

Ans:- চার্চিল ও রুজভেল্ট।

 

HS Political Science MCQ Suggestion 2024

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ১)

  1. ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন?

Ans:- বার্নার্ড বারুচ।

  1. ঠান্ডা যুদ্ধের সূচনা হয়—

Ans:- 1945 খ্রিস্টাব্দে।

  1. বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

Ans:- 1961 খ্রিস্টাব্দে।

  1. ঠাণ্ডা যুদ্ধকে গরম যুদ্ধ না বলে ‘যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন—

Ans:- ফ্রিডম্যান।

  1. ‘ওয়ারেশ চুক্তি’ গঠিত হয় কার উদ্যোগে?

Ans:- সোভিয়েত ইউনিয়ন।

  1. টুম্যান কত সালে তার পরিকল্পনার কথা বলেন?

Ans:- ১৯৪৭ সাল।

  1. জেনিভা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়?

Ans:- ১৯৫৪ সালে।

  1. সুয়েজ খাল জাতীয়করণ কোন বছর হয়?

Ans:- ১৯৫৬ সালে।

  1. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক কে?

Ans:- জওহরলাল নেহেরু।

  1. ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল?

Ans:- সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র

  1. দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে কবে?

Ans:- ১৯৪৫ খ্রি:।

12.ন্যাটো’ গঠিত হয় কার উদ্যোগে?

Ans:- মার্কিন যুক্তরাষ্ট্র।

  1. NATO গঠিত হয়-

Ans:- 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল।

  1. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

Ans:- বেলগ্রেডে।

  1. ভারত-পাক সিমলা চুক্তি কবে সম্পাদিত হয়েছিল?

Ans:- ১৯৭২ সালে।

  1. বর্তমানে সার্ক’-এর সদস্যসংখ্যা কত?

Ans:- ৮ টি।

  1. ঠান্ডা যুদ্ধকে ‘গরম শান্তি’ বলে চিহ্নিত করেছেন কে?

Ans:- বানেট।

  1. কমিনফর্ম গঠিত হয় কবে?

Ans:- 1947 খ্রিস্টাব্দে।

  1. ‘দেঁতাত’ হলো একটি ______।

উত্তর- প্রক্রিয়া।

  1. ‘দেঁতাত’ কথাটির অর্থ কী?

Ans:- উত্তেজনা প্রশমন।

HS Political Science MCQ Suggestion 2024

  1. জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় কবে?

Ans:- 1961 সালে।

  1. জোটনিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো —

Ans:- হস্তক্ষেপ না করা।

  1. প্রথম পারমাণবিক বোমায় আক্রান্ত দেশটির নাম উল্লেখ করো।

Ans:- জাপান।

  1. মিউনিখ চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়?

Ans:- ১৯৩৮ সাল।

  1. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

Ans:- ১৯৪৫ সাল।

  1. মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয়?

Ans:- ১৯৪৮ সাল।

  1. ‘বার্লিন অবরোধ’ কোন দেশ করে?

Ans:- সোভিয়েন ইউনিয়ন।

  1. ‘বার্লিন অবরোধ’ কোন বছর প্রত্যাহূত হয়?

Ans:- ১৯৪৯ সাল।

  1. _____ এর দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে

Ans:- ১৯৯০ সালে।

  1. তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে?

Ans:- ২০১২ সালে।

  1. জোটনিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল _____ সদস্য নিয়ে।

Ans:- ২৫ জন।

  1. ১৯৮৩ খ্রিঃ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

Ans:- দিল্লিতে।

  1. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?

Ans:- ১৯৫৫ খ্রিঃ।

  1. জাতিপুঞ্জের মানবাধিকার-সংক্রান্ত ঘোমলা জারি হয় কবে?

Ans:- ১৯৮৮ খ্রিঃ।

  1. মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা কে?

Ans:- নাসের।

HS Political Science MCQ Suggestion 2024

  1. মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে ‘মনরো নীতি’ গ্রহণ করে?

Ans:- ১৮২৩ সাল।

  1. পঞশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?

Ans:- 1954 সালে।

  1. কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে। ভারত সিমলা চুক্তি সম্পাদন করেছিল ____ সালে

Ans:- ১৯৭২ সালে।

  1. আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন কোনটি?

Ans:- SAARC।

  1. SAARC (সার্ক) গঠনের সময় এর সদস্যসংখ্যা কয়টি ছিল?

Ans:- 7 টি।

  1. “The Limits of Foreign Policy” লেখক কে?

Ans:- চার্লস বার্টল মশাল।

  1. “The making of Foreign Policy” লেখক কে?

 Ans:- জোসেফ ফ্রাঙ্কেল।  

  1. অতলান্তিকের সনদ কোন বছর স্বাক্ষরিত হয়?

Ans:- ১৯৪১ সালে।

  1. ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়?

Ans:- ১৯৪২ সালে।

  1. মস্কো ঘোষণা কোন বছর হয়?

Ans:- ১৯৪৩ সালে।

  1. ডাম্বারটন ও সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়?

Ans:- ১৯৪৪ সালে।

  1. বিদেশনীতির প্রধান উদ্দেশ্য কোনটি?

Ans:- জাতীয় স্বার্থ রক্ষা করা।

  1. ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায় কবে?

Ans:- ১৯৯৮ খ্রিঃ।

  1. ভারতের পরমাণু নাতির মূলকথা কী?

Ans:- No first Strike।

  1. “পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তক” – কার উক্তি?

Ans:- মরগেন থাউ।

HS Political Science MCQ Suggestion 2024

  1. সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

Ans:- 1972 সালে।

  1. ‘সাফটা’ গঠনের প্রস্তাব সার্ক সম্মেলনে গৃহীত হয় কবে?

Ans:- 1991 সালে।

  1. আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগঠনটি হলো –

Ans:- ASEAN।

  1. বর্তমান সার্কের সদস্যরাষ্ট্রের সংখ্যা হলো –

Ans:- 8 টি।

  1. ১৯৮৫ খ্রিস্টাব্দে সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয় কোথায়?

Ans:- ঢাকায়।

  1. জওহরলাল নেহেরু কোন জোটকে বিশ্বশান্তি রক্ষার প্রকৃষ্ট জোট বলে মনে করেন?

Ans:- জোটনিরপেক্ষ।

  1. কত সালের মধ্যে দক্ষিণ এশীয় অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল’ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়?

Ans:- ২০২৫ সাল।

  1. কোন দেশের বাধাদানের ফলে চিন এখনো সার্ক- এর সদস্যপদ পায়নি?

Ans:- ভারত।

  1. ভারত ও পাকিস্তানের মধ্যে ‘লাহোর ঘোষণাপত্র’ স্বাক্ষরিত হয়েছিল কবে?

Ans:- ১৯৯৯ সালে।

  1. ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হলো –

Ans:- পঞ্চশীল নীতির অনুসরণ।

  1. UNO এর প্রথম মহাসচিব ছিলেন কে?

Ans:- ট্রিগ ভি লি।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি?

Ans:- 111 টি।

  1. সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো –

Ans:- 193 টি।

  1. সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে?

Ans:- ৫ জন।  

  1. সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে?

Ans:- ১৯৫০ সালে।  

  1. UNO এর মহাসচিবের কার্যকাল হলো –

Ans:- ৫ বছর।

  1. UNO এর সনদে উদ্দেশ্যের সংখ্যা কতগুলি?

Ans:- চারটি।  

  1. UNO এর সনদে নীতির সংখ্যা কতগুলি?

Ans:- ৭ টি।

  1. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা –

Ans:- ৫৪ টি।  

  1. নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা –

Ans:- ১৫ টি।  

  1. ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র

Ans:- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের।

  1. সম্মিলিত জাতিপুঞ্জ (UNO) প্রতিষ্ঠিত হয় কবে?

Ans:- 1945-এর 24 অক্টোবর।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের আইনসভা হলো –

Ans:- সাধারণ সভা।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা –

Ans:- ৬টি।

  1. UNO এর জন্মলগ্নে সদস্যসংখ্যা ছিল –

Ans:- ৫১ টি।  

HS Political Science MCQ Suggestion 2024

  1. UNO এর সাধারণ সভায় সহ-সভাপতির সংখ্যা –

Ans:- ২১ টি।

  1. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরাষ্ট্রের সংখ্যা –

Ans:- ১০ টি।

  1. আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্যসংখ্যা কত?

Ans:- ১৮৫ টি।

  1. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত?

Ans:- জেনেভা।

  1. ইউনেস্কোর বর্তমান সদস্যসংখ্যা কত?

Ans:- ১৯৮ টি।

  1. জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে –

Ans:- ৯৯ নং ধারায়।

  1. ‘বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা’ কোনটি?

Ans:- সাধারণ সভা।

  1. জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে –

Ans:- ৯৯ নং ধারায়।

  1. UNO-র বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল কত?

Ans:- ৯ বছর।

  1. প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক কতজন?

Ans:- ৫ জন।

  1. সাধারণ সভায় প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে –

Ans:- ১ টি।

  1. সাধারণ সভাকে “বিশ্ব-বিবেকের কণ্ঠস্বর বলেছেন –

Ans:- অস্টিন।

  1. UNO এর মানবাধিকার-সংক্রান্ত ঘোষণাটি করা হয় কবে?

Ans:- ১৯৪৮ খ্রিঃ।

  1. UNO এর সনদ সংশোধনের কথা বলা হয়েছে –

Ans:- ১০৮ ধারায়।

  1. তেহরান ঘোষণা কোন বছর হয়?

Ans:- ১৯৪৩ সাল।

HS Political Science Suggestion | HS Political Science Last Minutes Suggestion 2024 | HS Political Science Suggestion 2024 | HS Political Science MCQ Suggestion 2024 | HS Political Science SAQ Suggestion 2024 | HS 2024 Political Science Suggestion | Class 12 Political Science Suggestion 2024 | Class 12 Political Science Suggestion 2024 Download | Class 12th Political Science Suggestion 2024 | Higher Secondary Political Science Suggestion 2024 | WB Board HS Political Science Suggestion 2024 | WBCHSE Board Class 12 Political Science Suggestion 2024 | WBCHSE HS Political Science Suggestion 2024 | Class 12 Political Science Final Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 | দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 | রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 উচ্চ মাধ্যমিক | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান SAQ, MCQ সাজেশন 2024

HS All Subjects Suggestion 2024 | Class 12 All Subjects Suggestion 2024

Subjects NameDownload Links
HS Bengali Suggestion 2024Click Here
HS English Suggestion 2024Click Here
HS History Suggestion 2024Click Here
HS Geography Suggestion 2024Click Here
HS Political Science Suggestion 2024Click Here

HS Political Science Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2024 (Higher Secondary 2024 / WB Higher Secondary 2024 / HS Exam 2024 / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE Higher Secondary Exam 2024 / WBCHSE Class 12th / Class XII / Higher Secondary Pariksha 2024 ) বিভিন্ন বিদ্যালয়য়ের টেস্ট পরীক্ষার আসা প্রশ্নপত্রের দিকে নজর রেখে ChhatroSathi Team এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা সাজেশন (HS Political Science Suggestion / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE Political Science Suggestion / Class 12th Political Science Suggestion 2024 / Class XII Political Science Suggestion / HS Exam Political Science Suggestion / Political Science HS Exam Guide / MCQ, Short, Descriptive Type Question and Answer / HS Political Science Suggestion 2024 FREE PDF Download) প্রদান করা হল। আমাদের প্রয়াস উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2024 / দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2024 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ / পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ / দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ (HS Political Science Suggestion 2024 / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE Political Science Suggestion 2024 / HS Class 12th Political Science Suggestion 2024 / Class XII Political Science Suggestion 2024 / HS Exam Political Science Suggestion 2024 / HS Political Science Exam Guide 2024 / HS Political Science MCQ, Short, Descriptive Type Question and Answer 2024 / HS Political Science Suggestion 2024 FREE PDF Download) সকল ছাত্রছাত্রী সফল হবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *