2017
LIFE SCIENCE
Time: 3 Hours 15 Minutes
Full Mark: 90
বিভাগ – ‘ক’
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখ: (১×১৫=১৫)
১.১ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো—
ক) ফটোন্যাস্টি
খ) সিসমোন্যাস্টি
গ) কেমোন্যাস্টি
ঘ) থার্মোন্যাস্টি
১.২ ডায়াবেটিস মেলিটাস —এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম—
ক) অ্যাড্রেনালিন
খ) ইনসুলিন
গ) থাইরক্সিন
ঘ) টেস্টোস্টেরন
১.৩ দৈনিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো—
ক) থ্যালামাস
খ) লঘু মস্তিষ্ক
গ) হাইপোথ্যালামাস
ঘ) সুষুম্না শীর্ষক
১.৪ তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হল—
ক) প্রফেজ
খ) টেলোফেজ
গ) অ্যানাফেজ
ঘ) মেটাফেজ
১.৫ নিচের কোন জোড়াটি সঠিক—
ক) কোরকোদ্দম— ইস্ট
খ) খন্ডিভবন— কেঁচো
গ) রেনু উৎপাদন— অ্যামিবা
ঘ) পুনরুৎপাদন— ড্রায়োপটেরিস
১.৬ জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের—
ক) শৈশব দশায়
খ) বয়ঃসন্ধি দশায়
গ) বার্ধক্য দশা
ঘ) সদ্যোজাত দশায়
১.৭ মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলোর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো—
ক) কুঞ্চিত বীজ
খ) হলুদ রঙের বীজ
গ) বেগুনি রংয়ের ফুল
ঘ) কাক্ষিক পুষ্প
১.৮ Y, R জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়—
ক) ১
খ) ৪
গ) ২
ঘ) ৩
১.৯ হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো—
ক) ৭৫%
খ) ৫০%
গ) ১০০%
ঘ) ০%
১.১০ পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল—
ক) হাইড্রোজেন
খ) অক্সিজেন
গ) মিথেন
ঘ) অ্যামোনিয়া
১.১১ নিচের কোনটি অস্থি যুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়—
ক) রেড গ্রন্থি
খ) অগ্র প্রকোষ্ঠ
গ) গ্যাস্ট্রিক গ্রন্থি
ঘ) রেটি মিরাবিলি
১.১২ সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হলো—
ক) উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজ ও ভিন্ন
খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
গ) অপসারী বিবর্তন কে নির্দেশ করে
ঘ) উৎপত্তিগত ও গঠনগত ভাবে এক
১.১৩ সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোনটির সাথে যুক্ত—
ক) নাইট্রোজেন আবদ্ধ করণ
খ) নাইট্রিফিকেশন
গ) ডিনাইট্রিফিকেশন
ঘ) অ্যামোনিফিকেশন
১.১৪ পূর্ব হিমালয় জীব বৈচিত্র হটস্পট এর একটি বিপন্ন প্রজাতি হলো—
ক) লায়ন টেন্ড ম্যাকাক
খ) ওরাং ওটান
গ) রেড পান্ডা
ঘ) নীলগিরি থর
১.১৫ বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগ গুলি হল—
ক) ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস
খ) হেপাটাইটিস, বংক্রাইটিস, বধিরতা
গ) ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার
ঘ) ফুসফুসের ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া
বিভাগ – ‘খ’
২. নিচের ২৬ টি প্রশ্ন থেকে যেকোনো ২১ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ: (২১×১=২১)
নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ কর (যে কোনো পাঁচটি): (১×৫=৫)
২.১ মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনমতো পরিমার্জন করার পদ্ধতিকে_________ বলে।
উওর:- উপোযোজন।
২.২ অ্যাডেনিন একটি________ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক।
উওর:- পিউরিন।
২.৩ ________ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।
উওর:- হিমোফিলিয়া।
২.৪ ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো_______ ।
উওর:- ইউহিপ্পাস।
২.৫ ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হল_____।
উওর:- মিথেন।
২.৬ _______হলো পশ্চিমবঙ্গে অবস্বঙ্গেএক্তি বায়োস্ফিয়ার রিজার্ভ।
উওর:- সুন্দরবন।
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ কর (যেকোনো পাঁচটি): (১×৫=৫)
২.৭ জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্র মোচন রোধ করে।
উওর:- মিথ্যা।
২.৮ ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস —এর ফলে উৎপন্ন হয়।
উওর:- মিথ্যা।
২.৯ মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্ব-পরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়।
উওর:- সত্য।
২.১০ প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য।
উওর:- সত্য।
২.১১ ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী।
উওর:- মিথ্যা।
২.১২ ফ্ল্যাজেলা হল প্যারামেশিয়ামের গমন অঙ্গ।
উওর:- মিথ্যা।
ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও: (১×৫=৫)
উওর:- ২.১৩ – (খ), ২.১৪ – (ঘ), ২.১৫ – (ছ), ২.১৬ – (গ), ২.১৭ – (ক), ২.১৮ – (ঙ)
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও (যে কোন ৬ টি): (১×৬=৬)
২.১৯ বিশদ সতী বেছে লেখ: TSH, ACTH, GTH, CSF
২.২০ মায়েলিন আবরণীর একটি কাজ লেখো।
২.২১ নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে। প্রথম জোড়াটির সম্পর্ক বুঝের দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রফেজ: নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি :: _______:নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব।
২.২২ মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত হয় একটি প্রকরণের উদাহরণ দাও।
২.২৩ থ্যালাসেমিয়া রোগের অন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে?
২.২৪ বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থান গত অভিযোজন উল্লেখ কর।
২.২৫ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: ভ্রুণ, ভাজক কলা, বীজ, ক্রায়োসংরক্ষন
২.২৬ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সম্প্রীতিকতম উদ্বেগের কারণটির নাম লেখ।
বিভাগ- ‘গ’
৩. নিচের ১৭ টি প্রশ্ন থেকে যে কোনো ১২ টি প্রশ্নের উত্তর দুই তিন বাক্যে লেখ: (২×১২=২৪)
৩.১ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন এর মধ্যে দুটি পার্থক্য লেখ।
৩.২ মানবদেহের জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH – এর ভূমিকা লেখ।
৩.৩ নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্তমান প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো।
১. সদ্যজাতের সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা
২. সাইকেল চালানো
৩. হাঁচি
৪. ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা
৩.৪ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র এর অংশগুলি লেখ।
৩.৫ কোষ চক্রের দুটি গুরুত্ব লেখ।
৩.৬ নিম্নলিখিত বৈশিষ্ট্য এর ভিত্তিতে DNA ও RNA – এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। পিরিমিডিন ক্ষারক 5-C যুক্ত শর্করা
৩.৭ কোন কোন বাহু বাহক নিচের উদ্ভিদ গুলিতে পরাগ যোগ সম্পন্ন করে। :- ধান, পাতাঝাঁঝি, শিমুল ও আম ।
৩.৮ সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখ।
৩.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F² জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ এর অনুপাত কি হবে?
৩.১০ বর্ণান্ধতার কিভাবে বংশগত সঞ্চরণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও।
৩.১১ জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরে —এর পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়াগুলি এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখ।
৩.১২ ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তিত হয়েছে।
৩.১৩ সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে?
৩.১৪ জীবজ নাইট্রোজেন আবদ্ধ কারণ পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবানুর নাম লেখ।
৩.১৫ অ্যাসিড বৃষ্টিজাত দুটি ক্ষতি উল্লেখ কর।
৩.১৬ পৃথিবীর উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র —এর যে ক্ষতি হচ্ছে তার চারটি উদাহরণ দাও।
৩.১৭ পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার (PBR) এর জীব বৈচিত্র সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধতা উল্লেখ কর ।
বিভাগ – ‘ঘ’
৪. নিচের ছয়টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখঃ (৫×৬=৩০)
৪.১ মানুষের চোখের অক্ষিগোলকের গোলকের লম্বচ্ছেদ —এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন কর এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিতকর। (৩+২)
- কর্নিয়া
- লেস্ন
- ভিট্রিয়াস হিউম্যান
- রেটিনা
অথবা
একটি উদ্ভিদ কোশ বা একটি প্রাণী কোশ এর মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন কর এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর। (৩+২)
- ক্রোমোজোম
- বেম তন্তু
- মেরু অঞ্চল
- সেন্ট্রোমিয়ার
৪.২ ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা কর ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন এর মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখ। (৩+২)
- কুন্ডলী
- সক্রিয়তা
অথবা
মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয় শুষ্ক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলো বিবৃত কর। (২+৩)
- জনন কোশ বা গ্যামেট উৎপাদন
- নিষেক
- ভ্রুণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন।
৪.৩ এক সংকর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপি এর মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখা। মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত কর। (৩+২)
অথবা
থ্যালাসেমিয়া রোগের উপসর্গ গুলি লেখ । অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। (২+৩)
৪.৪ যে দুটি অন্তঃগঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ‘তিমির ফ্লিপার’ আর ‘পাখির ডানা’ কে সমসংস্থ অঙ্গ বলে বিবেচিত করা হয় তা উল্লেখ কর । একটি মৌচাকে কোনো শ্রমিক আছে অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়? (২+৩)
অথবা
অভিব্যক্তি ও বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। ৫
৪.৫ অ্যাজমা বা হাঁপানির কারণ গুলি কি কি? জীব বৈচিত্র সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট —এর ভূমিকা কি কি? (২+৩)
অথবা
জীব বৈচিত্র্য কি কি কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো। ৫
৪.৬ ভারতীয় এক শৃঙ্গ গন্ডারের বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো, মিষ্টি জলের উৎস গুলি কি কি ভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। (২+৩)
অথবা
দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীব বৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করব? এক্স সিটু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। (৩+২)
Previous Years Madhyamik Life Science Question Paper
Madhyamik Life Science Question Paper 2023 | Click Here |
Madhyamik Life Science Question Paper 2022 | Click Here |
Madhyamik Life Science Question Paper 2020 | Click Here |
Madhyamik Life Science Question Paper 2019 | Click Here |
Madhyamik Life Science Question Paper 2018 | Click Here |
Madhyamik Life Science Question Paper 2017 | Click Here |
Madhyamik 2017 Life Science Question Paper Download Important Links:-
Madhyamik 2017 Life Science Question Paper Download Link | Click Here |
Madhyamik Life Science Question Pattern and Syllabus | Click Here |