WBPSC Food SI Practice Set 21 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 21 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে পাশে থাকা Click Here বাটনে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন
WBPSC Food SI Practice Set 21
- মানুষের চক্ষুতে তারারন্ধ্রের কাজ কী?
ANS:- চোখে আলো প্রবেশে সাহায্য করা।
- স্নায়ুকোশের কোন অংশ পূর্ববর্তী স্নায়ুকোশ থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোশদেহে পাঠায়?
ANS:- ডেনড্রন।
- মানবচক্ষুতে অচ্ছোদপটল কর্নিয়ার কাজ কী?
ANS:- প্রতিসারক মাধ্যম।
- কোন তন্ত্র প্রাণীদেহে বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে?
ANS:- স্নায়ুতন্ত্র।
- স্নায়ুকোশের স্বল্পদৈর্ঘ্যের প্রবর্ধকের নাম কী?
ANS:- ডেনড্রন।
- পরপর অবস্থিত দুটি নিউরোনের সংযোগস্থলকে কী বলা হয়?
ANS:- স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস।
- জীবদেহ গঠনের জন্য কোন প্রয়োজনীয় জৈবযৌগ নাইট্রোজেন দ্বারা গঠিত হয়?
ANS:- প্রোটিন।
- 1862 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কে হৃদযন্ত্রের ক্রিয়া ও রক্ত সঞ্চালন আবিষ্কার করেন?
ANS:- উইলিয়াম হার্ভে।
- কীসের অভাবে লিভারে চর্বি জমে ও মূত্র যন্ত্রের ক্ষতি হয়?
ANS:- কোলিন।
- যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তবে তার বেগ পরিবর্তনের হারকে কী বলে?
ANS:- মন্দন।
- বস্তুকণা সরলরেখা অবলম্বন করে চললে তাকে কী বলে?
ANS:- চলন।
- কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রথম সারির ক্রিকেট খেলতেন?
ANS:- অ্যালেক ডগলাস হোম।
- মাদার অব অল গেমস কোন খেলাকে বলা হয়?
ANS:- জিমন্যাস্টিক।
- মানুষকে অজ্ঞান করার ওষুধ (General Anesthesia) কে আবিষ্কার করেন?
ANS:- ডাঃ উইলিয়ামস লঙ।
- সবচেয়ে বড় সামুদ্রিক ঝিনুকের ওজন কত?
ANS:- 579 পাউন্ড।
WBPSC Food SI Practice Set
- সবচেয়ে ভারি মাকড়সা কোনটি?
ANS:- ট্যারান্টুলা।
- ন্যাপথলিন কী থেকে প্রস্তুত এক রাসায়নিক পদার্থ?
ANS:- কয়লা থেকে।
- সৈয়দ হালিম কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
ANS:- পুরুষদের ইন্টারন্যাশনাল টেবিল টেনিসের দলগত চ্যাম্পিয়নশিপ।
- সত্যমেব জয়তে উক্তিটি কোন গ্রন্থ থেকে গৃহীত?
ANS:- মুণ্ডক উপনিষদ।
- দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কী?
ANS:- সিলভাসা।
- ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন?
ANS:- গুলজারিলাল নন্দ।
- জুভেনিস কার ছদ্মনাম?
ANS:- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর।
- রাঁচি ভারতের মধ্যে কী উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?
ANS:- লাক্ষা।
- সৌদি আরবের পূর্বদিকে কোন উপদ্বীপ অবস্থিত?
ANS:- কাতার।
- ব্রিটেনের Mr. Key কী আবিষ্কার করেন?
ANS:- তাঁতযন্ত্র।
- হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন?
ANS:- ইংল্যান্ডের হেনরি ক্যাভেনডিস।
- ডিনামাইট -এর আবিষ্কারক কে?
ANS:- আলফ্রেড নোবেল (সুইডেন)।
- ভারতের কোন কোন হাইকোর্টের মূল এলাকা আছে?
ANS:- কলকাতা, মুম্বাই ও চেন্নাই।
- হাইকোর্ট কোন কোন ক্ষেত্রে লেখ জারি করে?
ANS:- মৌলিক অধিকার ও অন্যান্য আইনগত অধিকার বলবৎকরনে।
- ভারতের অধস্তন আদালত গুলিকে কটি ভাগে ভাগ করা যায়?
ANS:- দুটি।
Food SI Questions and Answers
- মহানগরের সর্বোচ্চ আদালত কোনটি?
ANS:- মহানগরীয় ম্যাজিস্ট্রেটের আদালত।
- দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত কোনটি?
ANS:- ন্যায় পঞ্চায়েত।
- লোক আদালত গঠিত হয় কোন আইন অনুযায়ী?
ANS:- 1987 সালের আইনগত পরিষেবা কর্তৃপক্ষ বিধি অনুযায়ী।
- হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন?
ANS:- 62 বছর।
- হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিগন কত বয়সের জন্য নিযুক্ত হন?
ANS:- 2 বছরের জন্য।
- হাইকোর্টের অতিরিক্ত বিচারপতিদের নিয়োগ করেন কে?
ANS:- রাষ্ট্রপতি।
- ফৌজদারী মামলার সর্বনিম্ন আদালত কোনটি?
ANS:- ন্যায় পঞ্চায়েত।
- সংবিধানের কত নং ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার স্বীকৃত?
ANS:- 32 নং ধারায়।
- পশ্চিমবঙ্গ জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি?
ANS:- দায়রা আদালত।
- সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট কয় প্রকার লেখ জারি করতে পারে?
ANS:- 5 প্রকারের।
- সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট লেখ জারি করে কেন?
ANS:- মৌলিক অধিকার সংরক্ষনের জন্য।
- হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের সময় রাষ্ট্রপতি কাদের সঙ্গে পরামর্শ করেন?
ANS:- সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল এবং সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে।
- হিথরো কোন দেশের বিমানবন্দর?
ANS:- ব্রিটেনের।
- কুমেরুতে যে ফুল ফোটে তার নাম কী?
ANS:- কারনেশন।
- ফেডারেল অ্যাসেম্বলি কোন দেশের আইন পরিষদের নাম?
ANS:- সুইজারল্যান্ডের।
- বিশ্বের বৃহত্তম কাব্যের নাম কী?
ANS:- মহাভারত।
- বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের নাম কী?
ANS:- জাপানের নিউ ট্রোকাইডো এক্সপ্রেস।
- কাকে সর্বকালের শ্রেষ্ঠ ভাষাবিদ বলা হয়?
ANS:- স্যার জন বোরিংকে।
- পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কী?
ANS:- কাস্পিয়ান সাগর।
- পৃথিবীর মধ্যে বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কী?
ANS:- সুপিরিয়র হ্রদ।
- পৃথিবীর মধ্যে বৃহত্তম জ্বালামুখ হ্রদের নাম কী?
ANS:- সুমাত্রার টোবা হ্রদ।
- বায়ুমণ্ডলে কোন গ্যাসের প্রাধান্য বেশি?
ANS:- নাইট্রোজেন।
- সিঞ্চলা কী?
ANS:- পর্বত।
- উত্তর আটলান্টিক স্রোত প্রকৃতপক্ষে কোন দেশকে উষ্ণ রাখে?
ANS:- ইউরোপের উত্তর-পূর্ব উপকূলকে উষ্ণ রাখে।
- বায়ুর জলীয় বাষ্প-ধারণ ক্ষমতা কীসের ওপর নির্ভর করে?
ANS:- উষ্ণতার ওপর।
- সমুদ্রপৃষ্ঠ থেকে পর্বতপৃষ্ঠে বায়ুর চাপ কেমন হবে?
ANS:- বায়ুর চাপ কম হবে।
- পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
ANS:- নীল নদ।
- কোন রাজ্যকে ‘রাশিয়ার রুটির ঝুড়ি’ বলা হয়?
ANS:- ইউক্রেনকে।
- কোন অঞ্চলকে ‘পৃথিবীর কসাইখানা’ বলা হয়?
ANS:- শিকাগোকে।
- কক্সবাজার অঞ্চলটি কোথায় অবস্থিত?
ANS:- বাংলাদেশের দক্ষিণ-পূর্বের একটি শহর।
- পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি রবার উৎপন্ন হয়?
ANS:- মালয়েশিয়ায়।
- পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি নিকেল পাওয়া যায়?
ANS:- কানাডায়।
- পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ পাওয়া যায়?
ANS:- আমেরিকায়।
- কোন যন্ত্রের সাহায্যে ভূ-কম্পন নির্ণয় করা হয়?
ANS:- সিসমোগ্রাফ।
- সাঁচির স্তূপ ভারতের কোথায় অবস্থিত?
ANS:- মধ্যপ্রদেশে।
- ভারতের উচ্চতম স্তম্ভের নাম কী?
ANS:- কুতুবমিনার।
- মধ্যপ্রদেশের ‘কোরবা’ অঞ্চল কীসের জন্য বিখ্যাত?
ANS:- অ্যালুমিনিয়াম শিল্প ।
- পৃথিবীতে কোন স্থানের বর্ণমালা সবচেয়ে কম?
ANS:- বোগেনভিল দ্বীপপুঞ্জে।
- পৃথিবীতে সবচেয়ে বেশি ওজন তুলে কে রেকর্ড সৃষ্টি করেন?
ANS:- আমেরিকার জন অ্যান্ডারসন।
- চলচ্চিত্র নির্মাতা হিসেবে পৃথিবীতে সবচেয়ে বেশি পুরস্কার কে পান?
ANS:- ওয়াল্ট ডিজনি।
Food SI Questions and Answers
- কোন দেশের জাতীয় সঙ্গীতে কোনো শব্দ ব্যবহার হয় না?
ANS:- স্পেনে।
- কোথাকার মানুষ তাদের খাবার ঘরের দেওয়ালে নরকঙ্কাল এঁকে রাখতেন?
ANS:- রোমানরা।
- পৃথিবীর সবচেয়ে বেশি ভাষায় সুপণ্ডিত কে ছিলেন?
ANS:- জিয়াদ ফাজা (ব্রাজিল) এবং হরিনাথ দে (ভারত)।
- কোথাকার ব্যাঙের গায়ে বড়ো বড়ো ধরনের চুল আছে?
ANS:- পশ্চিম আফ্রিকার।
- কোন রাজনীতিবিদ জনগণের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন?
ANS:- উইনস্টন চার্চিল।
- পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম চলচ্চিত্রের নাম কী?
ANS:- দি হিউম্যান কন্ডিশন।
- কোন সমভূমি জাপানের সবচেয়ে বড় সমভূমি?
ANS:- কোয়ানটো।
- সবচেয়ে কম জায়গায় সবচেয়ে বেশি লিখে কে বিশ্ব রেকর্ড করেন?
ANS:- ফিনল্যান্ডের ডঃ আন্টেলাই কোলার।
- পৃথিবীতে সবচেয়ে পুরানো সার্কাস কোম্পানির নাম কী?
ANS:- এ্যাস্টলে কোম্পানি।
- কোন প্রাণী সমুদ্রে সবচেয়ে দ্রুত চলাফেরা করতে পারে?
ANS:- নোইল ফিশ।
WBPSC Food SI Practice Set
- কুয়েতে দক্ষিণ-পশ্চিম এশিয়ার মধ্যে কী সবচেয়ে বেশি পাওয়া যায়?
ANS:- তেল।
- সংযুক্ত আরব আমীর শাহির সর্ববৃহৎ অঞ্চলটি কী?
ANS:- আবুধাবি।
- মৎস্য শিকারে জাপান পৃথিবীতে কোন স্থান অধিকার করেছে?
ANS:- প্রথম।
- জাপানি আল্পস্ বলা হয় কোন পর্বতকে?
ANS:- হিডা।
- ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মিলিত নাম কী?
ANS:- সাত-এল আরব।
- গিরনার পর্বতের কোন শৃঙ্গ কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?
ANS:- গোরক্ষনাথ।
- একটি আমেরিকান তৈল উত্তোলক কোম্পানির নাম।
ANS:- আরামকো।
- এমন একটি নদীর নাম বলো যা সৌদি আরবের বালির নীচে লুকিয়ে আছে?
ANS:- ওয়ার্দি।
- ডারান কী?
ANS:- সৌদি আরবের পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি বন্দর।
- ভারত অপেক্ষা চীনের আয়তন কত গুণেরও বেশি?
ANS:- তিন গুণের।
- 1884 খ্রিস্টাব্দে ওয়াটার ম্যান ফাউনটেন পেন আবিষ্কার করেছিলেন, তিনি কোন দেশের মানুষ?
ANS:- আমেরিকা।
- সুবর্ণরেখা নদীর ওপর বিখ্যাত জলপ্রপাতটির নাম কী?
ANS:- হুড্ডু।
- কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান খাদ্যশস্য কী?
ANS:- জোয়ার।
- চীনদেশের অধিকাংশ লোকের জীবিকা কী?
ANS:- কৃষিকাৰ্য।
- ভারতে বর্তমানে কতগুলি হাইকোর্ট আছে?
ANS:- 24 টি।
- একই সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত একটি হাইকোর্টের নাম লেখ?
ANS:- কলকাতা হাইকোর্ট।
- কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ ছাড়াও কোন কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বে আছে?
ANS:- আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের।
- 1929 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কে পেনিসিলিন আবিষ্কার করেন?
ANS:- স্যার আলেকজাণ্ডার ফ্লেমিং।
- আজমীর কোন রাজ্যে অবস্থিত?
ANS:- রাজস্থানে।
- বনমহোৎসব পালন করার বিজ্ঞানভিত্তিক কারণ কী?
ANS:- বায়ুদূষণ দূরীভূত করা।
WBPSC Food SI Practice Set 21 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 21 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
WBPSC Food SI Practice Set 21 Download Link:-
WBPSC Food SI Practice Set 21 Download Link | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |