WBPSC Food SI Practice Set 10 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 10 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 10
- যুক্তরাষ্ট্রের সকল ক্ষমতার উৎস কী?
ANS:- সংবিধান।
- সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীসভার দায়িত্বের প্রকৃতি কিরূপ?
ANS:- যৌথ প্রকৃতির।
- সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান কেমন?
ANS:- নাম সর্বস্ব।
- রাজস্ব বন্টনে আয়ের বৃহৎ অংশ কার হাতে অর্পিত থাকে?
ANS:-কেন্দ্র সরকারের হাতে।
- প্রাচীন ভারতবর্ষ কী নামে পরিচিত ছিল?
ANS:- জম্বু দ্বীপ।
- কোন সরকারে আঞ্চলিক সমস্যা উপেক্ষিত হয়?
ANS:- এককেন্দ্রিক।
- ভারতে অর্থ কমিশন গঠন করেন কে?
ANS:- রাষ্ট্রপতি।
- কেরালার প্রধান ভাষা কী?
ANS:- মালয়ালম।
- কত নং ধারায় কেন্দ্র-রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের তিনটি অক্সিজেন গ্যাসকে ‘ফায়ার এয়ার’ নাম দিয়েছিলেন কোন তালিকার কথা বলা হয়েছে?
ANS:- 246 নং ধারায়।
- বর্তমান ভারতে কেন্দ্র শাসিত অঞ্চল কটি?
ANS:- 7 টি।
WBPSC Food SI Practice Set
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখ?
ANS:– অনমনীয় সংবিধান।
- এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখ?
ANS:- আন্তর্জাতিক সার্বভৌম ক্ষমতা।
- ভারতীয় শাসন ব্যবস্থা শান্তির সময় যুক্তরাষ্ট্রীয়, কিন্তু জরুরি পরিস্থিতিতে এককেন্দ্রিক – কে বলেছেন?
ANS:- ড. বি. আর আম্বেদকর।
- সংসদীয় ব্যবস্থায় কোন কক্ষ জনপ্রিয়?
ANS:- নিম্ন কক্ষ।
- কটি তালিকার মাধ্যমে ভারতে আইন প্রনয়নের ক্ষমতা বন্টিত রয়েছে?
ANS:- 3 টি।
- কেন্দ্রশাসিত অঞ্চলের শাসন কাজ কার মাধ্যমে পরিচালিত হয়?
ANS:- রাষ্ট্রপতি মনোনীত একজন প্রশাসকের মাধ্যমে।
- কোন সরকারে লিখিত সংবিধান অবশ্যই প্রয়োজন?
ANS:- যুক্তরাষ্ট্রীয় সরকারে।
- সরকারের শ্রেণী বিভাগের পথিকৃৎ কে?
ANS:- অ্যারিস্টটল।
- বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় কত সালে অস্কার লাভ করেন?
ANS:- 1992 সালে।
- বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ কবে পালন করা হয়?
ANS:- 3rd মে।
- ‘ট্রেজার আইল্যান্ড’ কার লেখা?
ANS:- R. L. Stivenson.
- জিম করবেট তাঁর রচিত কোন বইয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন?
ANS:- ম্যান ইটারস অব কুমায়ুন।
- ইন্দিরা গান্ধী সেচখাল কোন রাজ্যে অবস্থিত?
ANS:- রাজস্থানে।
- বিশুদ্ধ শুল্ক বাতাসে CO2-এর শতকরা ভাগ কত?
ANS:- প্ৰায় ০.০৩২%।
- গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে?
ANS:- ১৫°সেলসিয়াস।
- বায়ুর কোন স্তরে ঝড়-বৃষ্টি হয়?
ANS:- ট্রপোস্ফিয়ারে।
- বায়ুর কোন স্তরকে শান্তমণ্ডল বলে?
ANS:- স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে।
- প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বোচ্চ হয়?
ANS:- বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সর্বোচ্চ হয়।
- কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মির চ্যুতি সমান হয়?
ANS:- ন্যূনতম চ্যুতির অবস্থান থাকলে।
- হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি?
ANS:- গাঢ় নীল।
- সাদা আলোর প্রকৃতি কেমন?
ANS:- যৌগিক বা বহুবর্ণী।
- শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত?
ANS:- 3 x 108m/sec.
- পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহৃত হয়?
ANS:- অতিবেগুনি রশ্মি।
- দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত?
ANS:- 4 x 7-7 থেকে 8 x 107m.
- কাচের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর জন্য সবচেয়ে কম হয়?
ANS:- লাল।
WBPSC Food SI GK Practice Set
- প্রতিসরাঙ্কের একক কী?
ANS:- প্রতিসরাঙ্ক এককবিহীন রাশি।
- রামধনু কোন প্রকারের বর্ণালি?
ANS:- রামধনু অশুদ্ধ বর্ণালি।
- শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কারণ?
ANS:- শূন্য মাধ্যমে সব বর্ণের আলোকরশ্মি সমান বেগে চলে তাই শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না।
- কোন জাতীয় দর্পণের ফোকাসকে অপসারী ফোকাস বলা হয়?
ANS:- উত্তল দর্পণ।
- আলোকরশ্মির প্রতিসরণের সময় কী অপরিবর্তিত থাকে?
ANS:- আলোর কম্পাঙ্ক।
- জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কী?
ANS:- অপসারী লেন্স।
- মানুষের চোখে প্রতিবিম্ব গঠিত হয় কোথায়?
ANS:- রেটিনায়।
- কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়?
ANS:- অবতল লেন্সকে।
- লেন্সের ক্ষমতার একক কী?
ANS:- ডায়পটার (Dioptre)।
- মানুষের চোখে রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কেমন?
ANS:- সদ ও অবশীর্ষ প্রকৃতি।
- স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত?
ANS:- ২৫ সেমি।
- চোখের রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ুটি কী?
ANS:- অপটিক নার্ভ।
- চোখের লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়াকে কী বলে?
ANS:- ছানি পড়া।
- আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়?
ANS:- আলোর বিক্ষেপণ-এর জন্য।
- টেবিল সল্টের রাসায়নিক নাম কী?
ANS:- সোডিয়াম ক্লোরাইড।
Food SI Questions and Answers
- সূর্য নিয়ে গবেষণাকে কী বলে?
ANS:- হেলিওলজি ।
- একটা চলন্ত বাস যখন হঠাৎ থামে তখন বাসের যাত্রীরা কেন সামনের দিকে ঝুঁকে পড়ে?
ANS:- বাসের গতিজাড্যের জন্য।
- রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রথম গ্রন্থের নাম কী?
ANS:- প্রকৃতি।
- আচার্য জগদীশচন্দ্র বসু ও লেডি অবলা বসু যুগ্মভাবে কী রচনা করেন?
ANS:- প্রবন্ধ সংগ্রহ।
- রাষ্ট্রীয় সমুদ্র বিজ্ঞান সম্পর্কে প্রথম গবেষণা-জাহাজটির নাম কী?
ANS:- সাগরকন্যা।
- উইলিয়াম হার্সেল কে ছিলেন?
ANS:- জ্যোতির্বিজ্ঞানী।
- অ্যাপেলেনিয়াম কোন দেশের গণিতজ্ঞ ছিলেন?
ANS:- রোমের।
- কৃত্রিম হীরক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী?
ANS:- ল্যাভয়সিয়ে ক্যাভেন্ডিস।
- ‘চিকিৎসাশাস্ত্রের জনক’ আখ্যা দেওয়া হয় কাকে?
ANS:- হিপোক্রেটাসকে।
- বাতাস থেকে রক্তে অক্সিজেনের স্থানান্তর ঘটে কীসের মাধ্যমে?
ANS:- শ্বাসনালীর মাধ্যমে।
- মাখন কী?
ANS:- চর্বি।
- ডায়াবেটিস রোগীদের যে ইনসুলিন দেওয়া হয় সেটি কী?
ANS:- হরমোন।
- উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া কী গঠন করে?
ANS:- শর্করা।
- কোন উদ্ভিদের জীবাণুনাশক গুণ আছে?
ANS:- নিমের।
- আচার্য জগদীশচন্দ্রকে S.C. উপাধিতে সম্মানিত করে?
ANS:- কলকাতা বিশ্ববিদ্যালয়।
- টলেমি কে?
ANS:- এক বিখ্যাত জ্যোতির্বিদ।
- হরগোবিন্দ খোরানা কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন?
ANS:- শারীর বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র।
- শরীরের গঠন ও বৃদ্ধিতে কীসের প্রয়োজন?
ANS:- প্রোটিন।
- বেশি তাপে রান্না করলে নষ্ট হয় কোন দুটি?
ANS:- ভিটামিন C ও B 12
- মানবদেহে ফাইব্রিনোজেনের কাজ কী?
ANS:- এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
- জগদীশচন্দ্রের প্রথম গ্রন্থের নাম কী?
ANS:- Response in the living and non living world.
- মানবদেহে থিয়ামিনের অভাবে কোন রোগ হয়?
ANS:- বেরিবেরি।
- মুঘল শাসকদের মধ্যে কে সমুদ্রগামী জাহাজ নির্মাণের কর্মসূচী নেন?
ANS:- আরঙ্গজেব।
- দক্ষিণ আমেরিকাতে নিরক্ষরেখা অতিক্রম করেছে কটি দেশের উপর দিয়ে?
ANS:- তিনটি দেশ।
- ওরলি বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
ANS:- প্যারিসে।
- কোন দেবতা বৈদিক যুগে শীর্ষ সম্মান পান?
ANS:- প্রজাপতি ব্রহ্মা।
- প্রাচীন হিন্দুদের আচার, আচরণ, সাহিত্য সম্পর্কে লিপিবদ্ধ আছে আলবিরুনীর কোন গ্রন্থে?
ANS:- তহকিক-ই-হিন্দ।
- কোন ঐতিহাসিক ভারতবর্ষকে ‘নৃতাত্ত্বিক যাদুশালা’ নামে অভিহিত করেছেন?
ANS:- ভিনসেন্ট স্মিথ।
- ‘বাংলার আকবর’ নামে পরিচিত কে?
ANS:- হুসেন শাহ।
- ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ -এর রচয়িতা কে?
ANS:- বড় চন্ডীদাস।
Food SI Exam 2023 Questions and Answers
- ঐতিহাসিক নীলকন্ঠের মতে প্রথম সর্বভারতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে?
ANS:- মহাপদ্ম নন্দ।
- কংগ্রেসী আন্দোলনকে ‘অস্ত্রবিহীন গৃহযুদ্ধ’ বলে কে অভিহিত করেছেন?
ANS:- স্যার সৈয়দ আহমেদ।
- কোন সিনেমা ভারতের প্রথম ‘টেকনিক্যাল ফিচার ফিল্ম’?
ANS:- ঝাঁঙ্গী কী রাণী।
- ‘পদ্মানদীর মাঝি’ গ্রন্থের লেখক কে?
ANS:- মানিক বন্দ্যোপাধ্যায়।
- ‘কারগিল ওয়ার’ গ্রন্থের রচয়িতা কে?
ANS:-পামেলা কনস্টেবন।
- আঙ্কেলেশ্বর তৈল পরিশোধনাগার কোথায় অবস্থিত?
ANS:- গুজরাটে।
- তালা, ছুরি, কাঁচি প্রভৃতি উৎপাদনের জন্য ভারতের কোন শহর বিখ্যাত?
ANS:-আলিগড়।
- ‘চার অধ্যায়’ গ্রন্থের লেখক কে?
ANS:-রবীন্দ্রনাথ ঠাকুর।
- বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র কোনটি?
ANS:- টাইটানিক।
- আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে?
ANS:- 1776 সালে।
- মুসলিম লিগ পাকিস্তান সৃষ্টির প্রস্তাব পাশ করে কোন অধিবেশনে?
ANS:- লাহোর অধিবেশনে।
- মাউন্ট আবু নামক শৈল শহরটি অবস্থিত কোন রাজ্যে?
ANS:- রাজস্থানে।
- ভারতের মধ্যে কোন পর্বতকে তার রঙের জন্য নামকরণ করা হয়েছে?
ANS:- নীলগিরি।
- ‘ইস্ট ওয়েস্ট’ গ্রন্থের লেখক কে?
ANS:-জন অস্টিন।
- ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন কে?
ANS:- প্রকাশ পাড়ুকোন।
- ইউরোপীয় র্যাবিট কোন দেশের আদিম বাসিন্দা ছিল?
ANS:-ভূমধ্যসাগরীয় অঞ্চলের।
- ‘পিঁপড়ে পুরাণ’ গ্রন্থটি লিখেছেন কে?
ANS:- প্রেমেন্দ্র মিত্র।
- বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখ কোথায় রয়েছে?
ANS:- ইন্দোনেশিয়ার জাভাতে।
- ভারতীয় ইতিহাসে কোন রাজা সর্বপ্রথম জনসাধারণের সঙ্গে সরাসরি কথা বলেন?
ANS:- সম্রাট অশোক।
- গ্রীকদের রচনায় ভারতীয় কোন রাজাকে ‘স্যান্ড্রোকোট্টাস’ নামে উল্লেখ করা হয়?
ANS:- চন্দ্রগুপ্ত মৌর্য ।
WBPSC Food SI Practice Set 10 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 10 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
WBPSC Food SI Practice Set 10 Download Link:-
WBPSC Food SI Practice Set 10 Download Link | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |